priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

লংকাবধের পর কাকে খোঁচা দিলেন রাজ্জাক?

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩০ সেপ্টেম্বার ২০২৩, ১৪:৫৭

আবদুর রাজ্জাক। ফাইল ছবি

বিশ্বকাপের আগে সাকিব-তামিম ইস্যুতে উত্তাপ বাংলাদেশের ক্রিকেট। এই ইস্যুতে ভিডিওবার্তা দিয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। একই সঙ্গে কথা বলেছেন খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ আশরাফুলরাও।

যদিও সাকিব-তামিম ইস্যুতে এখনো নিশ্চুপ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শুক্রবার প্রথম অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে শ্রীলংকাকে হারানোর পর ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন সাবেক টাইগার স্পিনার ও বর্তমান নির্বাচক আবদুর রাজ্জাক।

নিজের ব্যক্তিগত আইডিতে বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক লেখেন— ‘ভাগ্যিস টেন্ডুলকার, লারা, পন্টিং, কোহলি, ধোনিদের মানের প্লেয়ার আমাদের দেশে জন্ম হয়নি, তা হলে কি হতো তা চিন্তাতেও আনতে পারছি না। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন।’

রাজ্জাকের ইঙ্গিতপূর্ণ এই পোস্ট নিয়ে ইতোমধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। রাজ্জাক তার পোস্টের মাধ্যমে তামিমকেই খোঁচা দিয়েছেন কিনা এখন সেই প্রশ্ন উঠেছে। তবে বাংলাদেশের নির্বাচকের পোস্ট যে বর্তমান সময়ের ঘটনার পরিপ্রেক্ষিতেই দেওয়া তা এক প্রকার নিশ্চিতই বলা চলে। 

এর আগে ওয়ানডে বিশ্বকাপের মূলপর্ব শুরুর আগে নিজেদের প্রথম অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে জয়ের দেখা পায় বাংলাদেশ। তানজিদ তামিম-লিটন দাস-মেহেদী মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে হেসেখেলে লংকানদের হারান টাইগাররা। শ্রীলংকার দেওয়া ২৬৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪৮ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পান টাইগাররা।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর