প্রকাশিত:
২৯ সেপ্টেম্বার ২০২৩, ২১:০৭
এশিয়ান গেমসে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের ইমরানুর রহমান। তবে টাইমিং নিয়ে খুব খুশি হওয়ার কথা নয় তার। ১০.৪৪ সেকেন্ডে দৌড়েছেন। নিজের হিটে তৃতীয় হয়েছেন।
প্রতি হিটের সেরা চার স্প্রিন্টার সরাসরি সেমিফাইনালে উঠেছেন। ইমরানের সেমিতে পা রাখতে তাই সমস্যা হয়নি।
তবে এ বছরই এশিয়ান অ্যাথলেটিকসের হিটে ১০.২৫ সেকেন্ডে দৌড়েছিলেন তিনি। হাংজুতে যাওয়ার ইংল্যান্ডে একটি প্রস্তুতি টুর্নামেন্টে ক্যারিয়ার সেরা ১০.১১ তে দৌড়েছে।
হাংজুতে শুরুটা তেমন আশাজাগানিয়া হলো না। আগামীকাল সেমিফাইনাল। ৫ হিট থেকে সরাসরি ২০ জন এবং টাইমিংয়ের ভিত্তিতে পরের সেরা ৪- এই মোট ২৪ জনকে নিয়ে হবে সেমিফাইনাল। এই ২৪ জনে টাইমিং অনুযায়ী ইমরানের অবস্থান ১৭ তম।
আজ তাঁর হিটে ১০.২২ সেকেন্ডে দৌড়ে প্রথম হয়েছেন ইন্দোনেশিয়ার লালু জোহরি।
দ্বিতীয় কাতারের ফেমি ওগোনোদে। ১০.২৪ এ দৌড়েছেন তিনি। পুরো হিটে ১০.০৭ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন চীনের ঝেনিয়ে শিয়ে। সবশেষ দক্ষিণ এশীয় গেমসের দ্রুততম মানব মালদ্বীপের সাঈদ হাসান ইমরানের হিটেই দৌড়েছেন।
১০.৭১ এ দৌড়ে তিনি বাদ পড়েছেন।
প্রিয় নওগাঁ/এফএস
মন্তব্য করুন: