priyonaogaon@gmail.com বুধবার, ১১ই সেপ্টেম্বর ২০২৪, ২৬শে ভাদ্র ১৪৩১
ব্রেকিং:
  • দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***, হাসিনার পতনের এক মাসে দেশে যেসব পরিবর্তন ঘটেছে***, কাঠগড়ায় দাঁড়িয়ে যা করলেন দুই সাবেক আইজিপি***

রাওয়ালপিন্ডি টেস্ট

দিনের শুরুতেই টাইগারদের হোঁচট

খেলা ডেস্ক

প্রকাশিত:
১ সেপ্টেম্বার ২০২৪, ১১:৪৬

সংগৃহিত ছবি

রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ। ১০ রানে দিন শুরু বাংলাদেশ মাত্র ৪ রান যোগ করতেই সাজঘরের পথ ধরতে হয়েছে ওপেনার জাকির হাসানকে। খুররম শেহজাদের বলে মাত্র ১ রানে সাজঘরের পথ ধরতে হয় জাকিরকে।

খানিক পর ফিরে যান আরেক ওপেনার সাদমান ইসলাম। তিনি করেন ১০ রান। টিকতে পারেননি অধিনায়ক শান্তও। ৪ রানে খুররমের তৃতীয় শিকার হন তিনি। ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২০ রান। উইকেটে আছেন মুমিনুল হক।

এর আগে, রাওয়ালপিন্ডিতে প্রথম দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় দিনে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে ২৭৪ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ শিকার করেন ৫ উইকেট। 

পরে শেষ বিকেলে ব্যাট হাতে নেমে বিনা উইকেটে স্কোরবোর্ডে ১০ রান জমা করে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। ২৬৪ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে ব্যাট করতে নামে বাংলাদেশ।

নেমেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। খুররম তুলে নেন জাকির ও সাদমানকে। বড় ধাক্কা খায় বাংলাদেশ। হাল ধরতে ব্যর্থ হয়েছেন শান্ত। সাদমান ফেরার ওই ওভারেই সাজঘরের পথ ধরতে হয় শান্তকে।

প্রিয় নওগাঁ/এফএস

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর