প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৪, ১৩:৫৫
রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টে স্বপ্নের শুরু পেয়ে গিয়েছিল বাংলাদেশ। শুরুতে বল করতে নেমে প্রথম ওভারেই তাসকিন আহমেদ বোল্ড আউট করেছিলেন ওপেনার আব্দুল্লাহ শফিককে।
তবে সেই সুখ দীর্ঘস্থায়ী হতে দেয়নি পাকিস্তানের দুই ব্যাটার সাঈম আইয়ুব ও অধিনায়ক শান মাসুদ। দু’জনে উইকেটে অপরাজিত থেকে প্রথম সেশনটা পার করে দিয়েছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেট খরচায় ৯৯ রান। ৫৩ রানে উইকেটে আছেন মাসুদ। ৪৩ রানে উইকেটে আছেন আইয়ুব।
এর আগে, প্রথম দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর সকালের শুরুতেই বল হাতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন ১৪ মাস পর টেস্ট খেলতে নামা তাসকিন।
তার দারুণ এক ডেলিভারিতে প্রথম ওভারের শেষ বলে স্টাম্প ভাঙে পাকিস্তান ওপেনার আব্দুল্লাহ শফিকের। শূন্য রানেই প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ।
সিরিজ নিশ্চিতের ম্যাচে বাংলাদেশের একাদশে থেকে ছিটকে গেছেন পেসার শরিফুল ইসলাম। কুঁচকিতে ব্যথা পেয়েছেন শরিফুল। তার জায়গায় একাদশে সুযোগ পান তাসকিন আহমেদ।
প্রিয় নওগাঁ/এফএস
মন্তব্য করুন: