প্রকাশিত:
৩০ আগষ্ট ২০২৪, ১৪:৩৬
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের আগে বৃষ্টি হয়েছিল। দ্বিতীয় টেস্টের আগেও দেখা গেল সেটি। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় টস হওয়ার কথা থাকলেও এখনও বৃষ্টি হচ্ছে সেখানে।
রাওয়ালপিন্ডিতে গত দু’দিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ম্যাচের দিন সকালেও বৃষ্টি অব্যাহত থাকায় নির্ধারিত সময়ে টস হয়নি। এখনও বৃষ্টি চলমান থাকায় ম্যাচ শুরু হবে বেশ সময় লাগতে পারে।
এর আগে, দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। পরে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিক পাকিস্তান। যার জবাবে ৫৬৫ রান তুলে বাংলাদেশ।
পরে দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে পাকিস্তান অলআউট হলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩০ রানের। যা ১০ উইকেট হাতে রেখে টপকে যায় নাজমুল হোসেন শান্তর দল। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয় পায় বাংলাদেশ।
প্রিয় নওগাঁ/এফএস
মন্তব্য করুন: