priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

ডাবল সেঞ্চুরি মিস করেও আক্ষেপ নেই মুশফিকের

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৪, ১৫:২৩

মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম ততক্ষণে দেড়শ পেরিয়ে হাঁটছেন ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরির পথে। তাকে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছে মেহেদী হাসান মিরাজ। সতর্ক চোখে খুব যত্ন নিয়ে একেকটি বল মোকাবেলা করছেন মুশফিক। সবাই তখন অপেক্ষায় মুশফিকের ডাবল সেঞ্চুরির। 

তখনই ভুলটা করলেন মিস্টার ডিপেন্ডেবল। ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে মোহাম্মদ আলির বলে রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে থামলেন মুশফিক। থামল ৫২২ মিনিট ও ৩৪১ বলের লড়াই। দিনশেষে মুশফিক ডাবল সেঞ্চুরি মিস করায় তার ভক্তরা আক্ষেপে পুড়লেও তিনি অবশ্য তৃপ্ত। 

নিজের ইনিংস নিয়ে ৩৭ বছর বয়সি এই ব্যাটসম্যান বলেন, ‘ভালো লাগছে। দলের জন্য অবদান রাখতে পারাটা দারুণ। আশা করি আজকের দিন শেষে আমরা ওপরে থাকব। সত্যি বলতে, মাইলফলক আমার জন্য কেবল একটি সংখ্যা।

যতক্ষণ পর্যন্ত দলে অবদান রাখতে পারছি, বিশেষ করে সেঞ্চুরি করতে পারছি এবং সেটাকে বড় সেঞ্চুরিতে রূপ দিতে পারছি, ম্যাচ শেষে সেটিই ম্যাচ জেতানো ইনিংস হতে পারে। আমার লক্ষ্য সবসময় এটিই থাকে।’

মুশফিক আরও বলেন, ‘২০০-২৫০ এসব স্রেফ সংখ্যা। ক্রিজে লম্বা সময় কাটাতে পেরে ও সতীর্থ কয়েকজনের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়তে পেরেই আমি খুশি।’

নিজের সাফল্যের রহস্য নিয়ে মুশফিক বলেন, ‘নিজের সঙ্গে সৎ থাকার চেষ্টা করি ও প্রতিটি দিন উন্নতির চেষ্টা করি। নিজের সঙ্গে লড়াই করার চেষ্টা করি। এটিই এখনও পর্যন্ত আমার রহস্য।

সত্যি বলতে, আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা সময় টিকতে হলে বা দেশের হয়ে ধারাবাহিকভাবে খেলতে হলে মাঠের ভেতরে ও বাইরে অনেক কাজ করতে হয়। খাদ্যাভ্যাসও এটার অংশ, জিমে ও মাঠে বাড়তি কাজ করতে হয়। কেউ সেটা দেখতে পারবে না। তবে নিজের কাজ করে যেতে হয়।’ যুগান্তর

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর