priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

শেষ মুহূর্তে ভারতের বিশ্বকাপ দলে অশ্বিন

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২৮ সেপ্টেম্বার ২০২৩, ২৩:২২

ফাইল ছবি

শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে একটি পরিবর্তন আনল ভারত। চোট থাকা অক্ষর প্যাটেলের জায়গায় রবিচন্দ্রন অশ্বিনকে স্কোয়াডে যোগ করল স্বাগতিকরা।

গত ৫ সেপ্টেম্বর ভারত তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছিল। আইসিসির অনুমোদন ছাড়া দলে সংযোজন-বিয়োজনের শেষ দিন ছিল আজ। সেই সুযোগেই স্কোয়াডে একটি পরিবর্তন এনেছে দলটি।

এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলার সময় চোট পেয়েছিলেন অক্ষর। হাতের সেই চোট এখনও সারেনি বাঁহাতি স্পিনারের। সেই কারণে তার জায়গায় ডানহাতি স্পিনার অশ্বিনকে নেওয়া হল।

অশ্বিন ভারতের বিশ্বকাপ দলে একমাত্র বিশেষজ্ঞ অফস্পিনার। রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব বাঁহাতি স্পিনার। অশ্বিন দলে আসায় বৈচিত্র্য বাড়ল ভারতীয় বোলিং আক্রমণের।

এশিয়া কাপের দলে ছিলেন না অশ্বিন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে তাকে দলে নেওয়া হয়। দেড় বছর পর এক দিনের দলে ফেরানো হয় তাকে। অশ্বিন সেই সিরিজে ৪ উইকেট নেন। দ্বিতীয় এক দিনের ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন। এরপর থেকেই অশ্বিনকে দলে নেওয়ার জন্য দাবি উঠতে শুরু করে।

একই ধরনের তিন জন স্পিনারকে বিশ্বকাপের দলে রাখা নিয়েও প্রশ্ন উঠছিল। অক্ষরের জায়গায় অশ্বিনকে ১৫ জনের দলে নেওয়ায় ভারতীয় সমর্থকেরা তাই খুশিই হবেন।

৫ অক্টোবর থেকে শুরু হবে এ বারের বিশ্বকাপ। ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে।

ভারতের বিশ্বকাপ দল

রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ। সূত্র: দেশ রূপান্তর

প্রিয় নওগাঁ/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর