প্রকাশিত:
২৮ সেপ্টেম্বার ২০২৩, ২৩:১৩
তামিম ইকবাল ইস্যুতে বিশ্বকাপের আগে বাংলাদেশের ক্রিকেট অনেকটাই অস্থিতিশীল বলা চলে। এমন পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ দল এখন ভারতে অবস্থান করছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা মনে করেন, সবকিছু ভুলে সাকিবের নেতৃত্বে ভালোভাবেই এগিয়ে যাবে দল।
আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় মাশরাফী দেশের ক্রিকেটের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নিজের মতামত তুলে ধরেন। যার শেষ অংশে বিশ্বকাপ দলের প্রতি শুভকামনা জানান মাশরাফী।
২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া মাশরাফী বলেন, ‘দুর্ভাগ্যজনক যে তামিম নাই, তামিমকে এখন আর আমাদের পাওয়া সম্ভব না। তবে সাকিব এখনো আছে। সাকিবের অনেক রোল আছে। আমি এখনো আশা করছি, সাকিবের মতো খেলোয়াড়ের হাতে একটা বড় ট্রফি আসবে। এটা আমরা স্বপ্ন দেখছি।’
মাশরাফী আরও বলেন, ‘আমার বিশ্বাস সবকিছুকে পেছনে ফেলে সাকিব সামনে এগিয়ে যাবে। এটা আমি না বললেও সে তাই করত। কারণ ব্যক্তিগত জায়গা থেকে সাকিবকে আমার এতটুকুই মনে হয় যে তার ক্যারেক্টার অনেক শক্তিশালী। যে কোনো জিনিসকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারে।’
যোগ করেন, ‘আমি নিশ্চিত দলকে অনেক পজিটিভভাবে নিয়েই সাকিব সামনে এগিয়ে যাবে। তারা তাদের সেরা ক্রিকেট খেলে আসবে।’
ধর্মশালায় আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশে। তার আগে গৌহাটিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। আগামীকাল যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ২ অক্টোবর পরের ম্যাচে সাকিবদের লড়াই ইংল্যান্ডের সঙ্গে। সূত্র: দেশ রূপান্তর
প্রিয় নওগাঁ/বিএম
মন্তব্য করুন: