priyonaogaon@gmail.com শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

পাকিস্তানকে ২৮৬ রানে আটকে দিলো নেদারল্যান্ডস 

খেলা ডেস্ক

প্রকাশিত:
৬ অক্টোবার ২০২৩, ১৮:৪৬

সংগৃহিত ছবি

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ২৮৭ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। শুক্রবার (৬ অক্টোবর) রাজিব গান্ধি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। প্রথমে ব্যাট করে ৪৯ ওভারে ২৮৬ রানে অলআউট হয় বাবর আজমের দল।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান। দলীয় ৩৮ রানে তিন ব্যাটারকে হারায় তারা। এরপর সৌদ শাকিলকে সঙ্গে নিয়ে হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান।

দুজন মিলে ১২০ রানের জুটি গড়ে শুরুর বিপর্যয় সামাল দেন। দলীয় ১৫৮ রানে ৫২ বলে ৬৮ রান করে সাজঘরে ফিরে যান শাকিল।

তার বিদায়ের পর দ্রুতই আউট হন রিজওয়ান। ৭৫ বলে ৬৮ রান করেন তিনি। রিজওয়ানের বিদায়ের পর পরই আউট হন ইফতিখার আহমেদ। 

এরপর মোহাম্মদ নেওয়াজ ও শাদাব খান মিলে রানের চাকা সচল রাখেন। দলীয় ২৫২ রানে শাদাব খান ও ক্রিজে আসা হাসান আলি সাজঘরে ফিরে যান।

এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ২৮৬ রানে অলআউট হয় পাকিস্তান। নেওয়াজ ৩৯ ও শাদাব ৩২ রান করেন। নেদারল্যান্ডসের পক্ষে বাস ডি লিডি নেন ৪টি উইকেট।     

বরেন্দ্র এক্সপ্রেস/এফএস

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর