priyonaogaon@gmail.com শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

ইংল্যান্ড ম্যাচে লিটন-তানজিদের বিশ্রাম!

খেলা ডেস্ক

প্রকাশিত:
১ অক্টোবার ২০২৩, ১৮:১৬

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ জুটি দেন লিটন ও তানজিদ। ছবি: টুইটার

ঢাকার মতোই গরম গৌহাটিতে। সেখানকার জনজীবনে স্বস্তি আনতে পারে বৃষ্টি। সোমবার বাংলাদেশ-ইংল্যান্ডের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা আছে। 

ওই বৃষ্টি মাথায় নিয়ে অবশ্য দলের পরিকল্পনা সাজানোর সুযোগ নেই। বৃষ্টি হবে না এবং পূর্ণ ম্যাচ হবে ধরেই এগোতে হবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। যে কারণ গৌহাটির বৃষ্টি নয় ম্যানেজমেন্টের চিন্তায় জায়গা পাচ্ছে সেখানকার গরম। 
 

ওই গরমের কথা চিন্তা করে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ব্যাটিং করা লিটন দাস ও তাসজিদ তামিম বিশ্রাম পেতে পারেন ওই ম্যাচে। 
 

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ঘামে শরীর থেকে অতিরিক্ত জল ঝরে যাওয়ায় তানজিদ ও লিটনের ‘মাসল ক্রাম্প’ বা পেশিতে টান পড়েছিল। ইনজুরিমুক্ত রাখতে তারা দু’জনসহ নিয়মিত ক্রিকেটারদের কেউ কেউ ইংলিশদের বিপক্ষে বিশ্রাম পেতে পারেন। 
 

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলননি অধিনায়ক সাকিব আল হাসান। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, আগে থেকেই সাকিবের প্রস্তুতি ম্যাচে না খেলার সিদ্ধান্ত ছিল। পরে ফুটবল অনুশীলনে হালকা চোট পান তিনি। ইংল্যান্ডের বিপক্ষেও বিশ্রামে থাকতে পারেন তিনি। তবে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা নেই।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর