প্রকাশিত:
২৮ সেপ্টেম্বার ২০২৩, ২১:৫২
বাংলাদেশ ক্রিকেটের সমালোচনা করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেলে তিনি এই সমালোচনা করেন।
বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। এই সিরিজে প্রতিপক্ষ ব্যাটারকে ‘মানকাডিং আউট’ করেও ক্রিজে ফিরিয়ে আনে লিটন দাসের দল। এ বিষয়টির সমালোচনা করেছেন ডি ভিলিয়ার্স।
ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত আউট বলা হয় মানকাডিংকে। এমসিসির আইনে বৈধ হলেও মানকাডিংকে ক্রিকেট স্পিরিটের পরিপন্থী হিসেবেই দেখা হয়। বোলার বল করার আগে ব্যাটার যদি পপিং ক্রিজ ছাড়েন, তবে বোলার তার স্টাম্প ভেঙে আউট করতে পারেন। এমন আউটকে বৈধ স্বীকৃতি দেয়া হলেও তা মানতে নারাজ অনেকেই।
সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইশ সোধিকে 'মানকাড' করেছিলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। আম্পায়ার সোধিকে আউট দিয়েছিলেন। কিন্তু ওই ম্যাচে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস সোধিকে ফের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।
লিটনের এই সিদ্ধান্তে খুশি হতে পারেননি ডি ভিলিয়ার্স, ‘ইশ সোধিকে অধিনায়ক (লিটন) ফিরিয়ে আনল- আমার এটা বেশি মনে হয়েছে। আমি বোল্ড হলে তো অধিনায়ক দুঃখ প্রকাশ করে না, আমাকে ফিরেও আসতে বলে না। তাই না? ব্যাটারকে ফিরিয়ে আনার নিয়ম কেন থাকবে?’
‘মানকাডিং আউট’ বৈধ উল্লেখ করে ডি ভিলিয়ার্স আরও বলেন, ‘আমি চাই আইসিসি এই নিয়ম করুক যে ব্যাটাররা আউটের পর তাকে ফিরিয়ে আনা যাবে না।’ সূত্র: দেশ রূপান্তর
প্রিয় নওগাঁ/বিএম
মন্তব্য করুন: