priyonaogaon@gmail.com বুধবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৫, ৩০শে মাঘ ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

নিহত জামায়াত নেতার জানাজায় মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২ সেপ্টেম্বার ২০২৪, ১০:৫১

সংগৃহিত ছবি

নওগাঁর সাপাহার উপজেলা জামায়াতে ইসলামি সেক্রেটারি ও আল হেলাল ইসলামি একাডেমি স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক আব্দুল্লাহীল কাফী'র (৪৫) জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ে বিকেলে প্রথম জামাত ও ২য় নামাজে জানাজা পাড়াতী ইউনিয়নের কাওয়াভাষা গ্রামে অনুষ্ঠিত জানাজায় মানুষের ঢল নামে।

জানাজা নামাজে ইমামতি করেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম। এর আগে,দুর্বৃত্তদের হামলায় গত শনিবার (৩১ আগস্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে(রামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানাজা নামাজে অংশ নেন- বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী মহানগরী আমির ডঃ কেরামত আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সাবেক সংসদ সদস্য ডাঃ ছালেক চৌধুরী, নওগাঁ জেলা পশ্চিম জামায়াতের আমির ইঞ্জিঃ এনামুল হক, পূর্ব জেলা জামায়াতের আমির খম আব্দুর রাকিব, জামায়াতে ইসলামি সাপাহার উপজেলা শাখার আমির আবুল খায়ের তরুন প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর