priyonaogaon@gmail.com বুধবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৫, ৩০শে মাঘ ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

বন্যার্তদের পাশে নওগাঁর মুক্তিযোদ্ধারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৩০ আগষ্ট ২০২৪, ১৩:২১

সংগৃহিত ছবি

দেশের পূর্বাঞ্চলের ফেনী নোয়াখালী সহ বেশ কয়েকটি জেলা এখন বন্যা কবলিত। এসব এলাকার মানুষ এখন চরম দুর্ভোগের মধ্যে দিন অতিবাহিত করছে। সারা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষও তাদের সাহায্যে এগিয়ে এসেছেন। একইভাবে বন্যার্তদের সাহায্যে নওগাঁর মুক্তিযোদ্ধারাও এগিয়ে এসেছেন। তারা প্রত্যেকেই নিজ নিজ সম্মানী ভাতা থেকে ২০০০ টাকা করে সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এই উপলক্ষে বুধবার (২৭ আগষ্ট) দুপুরে শহরের কাচারি রোড মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে অনুদানের বাক্সে ২০০০ টাকা প্রদান করে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম,এবিএম রফিকুল ইসলাম,হাজি আক্কাস আলী শেখ, এবিএম ফারুক,অমূল্য রঞ্জন দাসসহ আরো অনেকে।

মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বলেন,দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে দেশের মানুষের পাশে মুক্তিযুদ্ধরা সব সময় থেকেছে। দেশের পূর্বাঞ্চলে বন্যা কবলিত জেলা বাসীর পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরোও বলেন, বাংলাদেশ মুক্তিযোরা সংসদ নওগাঁ জেলা কমান্ড ও সদর উপজেলা কমান্ডের যৌথ উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন এই এলাকায় ৯০০ মুক্তিযোদ্ধা রয়েছেন। তারা প্রত্যেকেই ২০০০ টাকা করে প্রধান করবে। এটি মোট টাকা পাওয়া যাবে ১ লাখ ৮০ হাজার। পাশাপাশি জেলা সদরের আরো অন্যান্য প্রতিষ্ঠান থেকে অনুদান সংগ্রহ করে বন্যার্তদের জন্য তিন লক্ষ পাঠানো হবে বলে তিনি উল্লেখ করেন।

মুক্তিযোদ্ধাদের পাশাপাশি এলাকার সকল বিত্তবানদের বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর