priyonaogaon@gmail.com শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

নওগাঁয় ‘জিনিয়াস অব দ্য ইয়ার’ কুইজ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৪, ১৪:৫১

নওগাঁয় ‘জিনিয়াস অব দ্য ইয়ার-২০২৪’ কুইজ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁয় ‘জিনিয়াস অব দ্য ইয়ার-২০২৪’ কুইজ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ আগস্ট) দুপুরে নওগাঁ সরকারি কলেজের হল রুমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান।

কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এ.এফ.এম বজলুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপাধ্যক্ষ প্রফেসর মহীদুল হাসান, শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ বেলাল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাসিম আলম প্রমুখ বক্তব্য দেন। 

জিনিয়াস অব দ্য ইয়ার কুইজ প্রতিযোগিতায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত ১১৭ জন শিক্ষার্থী অংশ নেন। সর্বশেষ সাতজনকে বিজয়ী ঘোষণা করা হয়। জিনিয়াস অব দ্য ইয়ার নির্বাচিত হয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিমন হোসেন, প্রথম রানার আপ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুপা আক্তার এবং দ্বিতীয় রানার আপ প্রথম বর্ষের শিক্ষার্থী আলামিন হোসেন। চতুর্থ স্থান প্রথম বর্ষের শিক্ষার্থী সোহানা জান্নাত, পঞ্চম স্থান তৃতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌস, ষষ্ঠ স্থান চতুর্থ বর্ষের প্রণব কুমার এবং সপ্তম স্থান দ্বিতীয় বর্ষের মেমি আক্তার।

আয়োজকরা জানান, বিসিএস পরীক্ষাসহ যেকোনো পরীক্ষায় শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে এই প্রথম ব্যতিক্রম আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের মাঝে যে জড়তা তা আর থাকবে না। পাশাপাশি তারা পড়ায় মনযোগী হবে এবং শিক্ষামূলক যে কোনো প্রতিযোগিতায় সহজেই অংশগ্রহণ করতে পারবে।

বিজয়ী রিমন হোসেন বলেন, জিনিয়াস অব দ্য ইয়ার হওয়াটা কল্পনাতীত ছিল। এটি আমার জীবনের অনেক বড় একটি অর্জন। এই ধরনের প্রতিযোগিতা আমাদের জ্ঞান বিকাশে সহায়তা করে। এমন আয়োজনের ধারাবাহিকতা রাখতে কলেজ প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাসিম আলম বলেন, জ্ঞান বিকাশ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেন আমাদের শিক্ষার্থীরা কখনোই পিছিয়ে না পড়ে, সেই লক্ষ্যেই জিনিয়াস অব দ্য ইয়ারের আয়োজন। আমি মনে করি এমন আয়োজনের মধ্যে দিয়েই শিক্ষার্থীরা মেধার লড়াইয়ে সামনের দিকে এগিয়ে যাবে।

নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান বলেন, ‘নিজেকে জানবো, দেশকে মানবো, বিশ্বকে চিনবো’ প্রতিপাদ্যটি অনেক অর্থবহ। জিনিয়াস অব দ্য ইয়ার কুইজ প্রতিযোগিতা এবারই প্রথম অনুষ্ঠিত হলো। এতে শিক্ষার্থীদের এতো বেশি সাড়া পাওয়া যাবে তা আমরা আগে বুঝতে পারিনি। শিক্ষার্থীদের এই আগ্রহের বিষয়টি মাথায় রেখে অন্য বিভাগগুলোর নিয়মিত এমন আয়োজন করবে বলে আমি আশাবাদী। কোটা প্রথা মুক্ত বাংলাদেশে এমন প্রতিযোগিতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সাহায়তা করবে।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর