priyonaogaon@gmail.com বুধবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৫, ৩০শে মাঘ ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

মেয়েকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন বাবার 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৩০ নভেম্বার ২০২৩, ১২:৫৬

ফাইল ছবি

নওগাঁর পোরশায় মেয়েকে ধর্ষণ মামলায় বাবাকে (৪১) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ রায় ঘোষণা করেন। জরিমানার টাকা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দেন আদালত।

আসামিপক্ষে আইনজীবী ছিলেন শুভ্র সাহা। রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি ছিলেন আইনজীবী মকবুল হোসেন।

মামলা সূত্রে জানা যায়- ২০২০ সালের ২৫ ডিসেম্বর উপজেলার পোরশা গ্রামের গেনা হুজুরের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেলার পথে মেয়েকে ধর্ষণ করে ভুক্তভোগীর বাবা। বিষয়টি সে তার মাকে জানায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পোরশা থানায় মামলা করেন।

তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর