priyonaogaon@gmail.com মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর ২০২৪, ২৬শে ভাদ্র ১৪৩১
ব্রেকিং:
  • দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***, হাসিনার পতনের এক মাসে দেশে যেসব পরিবর্তন ঘটেছে***, কাঠগড়ায় দাঁড়িয়ে যা করলেন দুই সাবেক আইজিপি***

নওগাঁর ৬ আসনে ‘নৌকা’ পেলেন যাঁরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২৭ নভেম্বার ২০২৩, ০৭:২২

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৬টি আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দুটি আসনে নতুন মুখ এসেছে। বাকি চারটি আসনের ক্ষেত্রে পুরনোদের ওপরই ভরসা রেখেছে ক্ষমতাসীন দলটি।

মনোনয়নপ্রাপ্তরা হলেন- নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, নওগাঁ-৪ (মান্দা) অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু, নওগাঁ-৫ (সদর) ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এবং নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে আনোয়ার হোসেন হেলাল।

তাদের মধ্যে নতুন দুজন হলেন সৌরেন্দ্রনাথ চক্রবর্তী ও নাহিদ মোর্শেদ বাবু।

এদিকে, রোববার বিকেলে দলীয় মনোনয়নের তালিকা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল বের করেন সংশ্লিষ্ট প্রার্থীদের সমর্থকরা।

দ্বাদশ সংসদ নির্বাচনে নওগাঁর ৬টি আসনের বিপরীতে মোট ৪৫ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম তুলে জমা দিয়েছিলেন।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর