priyonaogaon@gmail.com শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

নওগাঁয় প্রাণের বিক্রয়কর্মীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২০ নভেম্বার ২০২৩, ২২:৪৯

সংগৃহিত ছবি

নওগাঁয়  মামুনুর রশিদ মামুন (৪২)  নামের প্রাণ কোম্পানির এক বিক্রয়কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের শিকার মামুন সদর উপজেলার মাতাসাগর ফতেপুর গ্রামের জুয়েল হোসেনের ছেলে। তিনি নওগাঁ জেলায় প্রাণ-আরএফএল কোম্পানির ডেলিভারি সেলস রিপ্রেজেন্টেটিভ (ডিএসআর) পদে চাকুরি করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে সদর ও বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকায় পণ্য সরবরাহ করে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে নওগাঁ শহরে কোম্পানির কার্যালয়ে ফিরছিলেন মামুন। পথে সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের চাকলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পথরোধ করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। 

টাকা দিতে রাজি না হওয়ায় দেশীয় অস্ত্র দিয়ে মামুনকে এলোপাতাড়ি কোপাতে থাকে দুর্বৃত্তরা। এক পর্যায়ে মামুনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়রা তাকে নওগাঁ জেনারেল ভর্তি করেন। সেখানে সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়।

২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিব হাসান বলেন, ছুরিকাঘাতে আহত ওই রোগীকে কিছু লোকজন সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে এনে ভর্তি করিয়েছেন। তার দুই হাত, বুক ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। 

সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফুসফুসে আঘাতপ্রাপ্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ উল্লেখ করা হবে।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরই নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি ঊর্ধ্বতন দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় নিহতের স্বজনরা বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর