প্রকাশিত:
৩ অক্টোবার ২০২৩, ১৭:৫৭
নওগাঁর নিয়ামতপুরে জিতেন বর্মণ (৫৫) নামের এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছেন। রোববার উপজেলার চন্দননগর ইউনিয়নের খাঁরহাট এলাকায় রোববার এ ঘটনা ঘটে।
নিহত জিতেন বর্মণ খাঁরহাট এলাকার বাসিন্দা। এনিয়ে পরে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
নিহতের স্বজন ও থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চর্ম ও মানসিক রোগে ভুগছিলেন ওই বৃদ্ধ। রোগ যন্ত্রণা সইতে না পেরে বিষপান করেন তিনি।
বৃদ্ধের ভাতিজা নয়ন কুমার জানান, রোববার দুপুরে তার চাচা বাড়িতে ফিরে এসে বলে চর্মরোগের যন্ত্রণা সইতে না পেরে বিষপান করেন। এ সময় বিষক্রিয়ার যন্ত্রণায় ঝটপট করছিলেন তিনি।
টের পেয়ে পার্শ্ববর্তী এক চিকিৎসককে ডেকে তারা। চিকিৎসক দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
সঙ্গে সঙ্গে তার চাচাকে পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, মহাদেবপুর থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রিয় নওগাঁ/এফএস
মন্তব্য করুন: