priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

নিয়ামতপুরে বিষপানে বৃদ্ধের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৩ অক্টোবার ২০২৩, ১৭:৫৭

প্রতিকী ছবি

নওগাঁর নিয়ামতপুরে জিতেন বর্মণ (৫৫) নামের এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছেন। রোববার উপজেলার চন্দননগর ইউনিয়নের খাঁরহাট এলাকায় রোববার এ ঘটনা ঘটে।

নিহত জিতেন বর্মণ খাঁরহাট এলাকার বাসিন্দা। এনিয়ে পরে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিহতের স্বজন ও থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চর্ম ও মানসিক রোগে ভুগছিলেন ওই বৃদ্ধ। রোগ যন্ত্রণা সইতে না পেরে বিষপান করেন তিনি।

বৃদ্ধের ভাতিজা নয়ন কুমার জানান, রোববার দুপুরে তার চাচা বাড়িতে ফিরে এসে বলে চর্মরোগের যন্ত্রণা সইতে না পেরে বিষপান করেন। এ সময় বিষক্রিয়ার যন্ত্রণায় ঝটপট করছিলেন তিনি। 

টের পেয়ে পার্শ্ববর্তী এক চিকিৎসককে ডেকে তারা। চিকিৎসক দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। 

সঙ্গে সঙ্গে তার চাচাকে পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, মহাদেবপুর থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর