প্রকাশিত:
২ অক্টোবার ২০২৩, ১৭:০৯
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৩ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছা. জেসমিন আক্তারের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুন্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী শিক্ষার্থীদের মধ্যে গাছ বিতরণ করেন। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় শিশুদের ব্লাড গ্রুপিং, উচ্চতা ও ওজন পরিমাপ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. তৌফিক আল যুবায়ের, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সর্দার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মো. ফরহাদ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, সমাজসেবা অফিসার মো. ফসিউল আলম, উপজেলা পরিবার ও পরিকল্পনা অফিসার মো. বেদারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, উপজেলা বনবিট অফিসার আনিছুর রহমান প্রমুখ।
প্রিয় নওগাঁ/বিএম
মন্তব্য করুন: