প্রকাশিত:
১ অক্টোবার ২০২৩, ২৩:০৮
নওগাঁয় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে রোববার (১ অক্টোবর) সকালে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) চকমুক্তার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে রিক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, রিকের নওগাঁ এরিয়া বগুড়া জোনের সহকারী এরিয়া ম্যানেজার আসমামুল হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন, শাখা ব্যবস্থাপক নওগাঁ সদর শাখা এরফানুল হক শাহ্, সহকারী শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেনসহ বিভিন্ন প্রবীনগণ।
প্রিয় নওগাঁ/বিএম
মন্তব্য করুন: