প্রকাশিত:
১ অক্টোবার ২০২৩, ২২:৫৩
নওগাঁয় নবাগত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বরণ ও সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তার বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে রোববার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে জেলা শহরের তাজের মোড়ে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন- নবাগত নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু তালেব, সদ্য বিদায়ী নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মহির উদ্দীন, ফরেন্টা মিল্ক হাব এর পরিচালক ডা. নৃপেন্দ্র কুমার মজুমদার, কল্যাণী ফিড মিলস্ পরিচালক সুশান্ত কুমার সাহা, নওগাঁ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পোল্ট্রি ফার্মার্স্ এসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সভাপতি এ.কিউ.এম ওয়ালিউল ইসলাম খান, রেনেটা কোম্পানি লিঃ এর সিনিয়র ডিএসএম আল-আমীন, খামারী মো. আব্দুল মান্নান মোল্লা, মো. সোহেল রানা ও মোছা. আম্বিয়া খাতুন।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডেইররী ফার্মার্স্ এসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সভাপতি এ.কিউ.এম ওয়াজিদুল ইসলাম খান।
বক্তারা প্রাণিপুষ্টি উন্নয়নে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সবাইকে তথা খামারীসহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের একসঙ্গে মিলেমিশে কাজ করার
উদাত্ত আহ্বান জানান।
প্রিয় নওগাঁ/বিএম
মন্তব্য করুন: