প্রকাশিত:
২৯ সেপ্টেম্বার ২০২৩, ২০:৪৬
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এক নারী মুদির দোকানীকে মারধর ও দোকান ভাঙচুর করায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই ভুক্তভোগী ওই নারী থানায় অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজ দোকানে দোকানদারি করছিলেন ওই নারী। এ সময় দোকানে দুই নারী ও দুই পুরুষ এসে তাকে অনৈতিক কাজের জন্য প্রস্তাব দেন। তিনি তাদের প্রাস্তবে রাজি না হওয়ায় তাকে ও তার মাকে মারধর করে আহত করেন। সেই সাথে দোকান ভাঙচুর এবং টাকা লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী নারী চারজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন উপজেলার সান্তাহার পৌর শহরের চা-বাগান এলাকার মৃত সামছুলের ছেলে শাহজালাল (৪৫), ঐ এলাকার মোস্তাকের স্ত্রী লাইলী (৫২), নতুন বাজার এলাকার আলামিনের স্ত্রী রুবি বেগম (৪২) ও একই এলাকার মোস্তাকের ছেলে আলামিন (২৫)।
ভুক্তভোগী মুদির দোকানী বলেন, ওই ৪ জন এর আগেও আমার দোকানে এসে আমাকে অনৈতিক কাজের জন্য প্রস্তাব দিয়েছিল। আমি রাজি না হওয়ায় তারা পূর্বপরিকল্পিত ভাবে আমার দোকানে এসে আবারও অনৈতিক কাজের প্রস্তাব দেয়। আমি এবারও রাজি না হওয়ায় তারা আমাকে ও আমার মাকে মারধর এবং দোকান ভাঙচুর করে সাত হাজার টাকা লুট করে নিয়ে যায়।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এঘটনায় লাইলি বেগম এবং শাহিনুর আক্তার রিয়া থানায় পাল্টাপাল্টি অভিযোগ দয়ের করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
প্রিয় নওগাঁ/এফএস
মন্তব্য করুন: