priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

প্রেমিকার অন্যত্র বিয়ে, দুধ দিয়ে গোসল প্রেমিকের

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত:
২৯ সেপ্টেম্বার ২০২৩, ২০:৩০

সংগৃহিত

প্রেমের ব্যর্থতা মুছতে গোপালগঞ্জের মুকসুদপুরে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন সুরমান মোল্লা (২২) নামে এক অনার্স পড়ুয়া শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার টেংরাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

সুরমান ওই গ্রামের মিজান মোল্লার ছেলে। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। 

তার গোসলের ঘটনাটি উৎসুক জনতা উপভোগ করেন। শুধু তাই নয়- এ সময় সুরমান তাদের মধ্যে মিষ্টিও বিতরণ করেন।

সুরমান জানান, নবম শ্রেণিতে পড়ার সময় একই গ্রামের এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। তাদের মধ্যে প্রায় পাঁচ বছর সম্পর্ক ছিল। গত ২২ সেপ্টেম্বর সেই মেয়ের বিয়ে হয়ে যায়। বিচ্ছেদের বিষয়টি তিনি মেনে নিতে পারেননি। একপর্যায়ে তিনি আত্মহত্যার মতো পথও বেছে নিতে চেয়েছিলেন।

কিন্তু পরবর্তীতে বন্ধুদের পরামর্শে ব্যর্থতার শোক কাটিয়ে উঠতে দুধ দিয়ে গোসল করেন এবং নতুন জীবন শুরু করতে চান তিনি।

 

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর