প্রকাশিত:
২১ নভেম্বার ২০২৪, ১৬:৪৪
ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি সেনাকুঞ্জে গেছেন।
এর আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হন তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেন।
হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফরে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিখ্যাত দুই সুফি সাধকের মাজার জিয়ারত শেষে সেদিন রাতেই ঢাকা ফেরেন তিনি, যা ছিল বিএনপি প্রধানের সবশেষ জনসম্মুখে যাওয়ার ঘটনা। এর আগে সর্বশেষ ২০১২ সালে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সূত্র: দেশ রূপান্তর
প্রিয় নওগাঁ/বিএম
মন্তব্য করুন: