প্রকাশিত:
২ সেপ্টেম্বার ২০২৪, ১১:০৭
নাটোরে পরিত্যক্ত অবস্থায় ১১ রাউন্ড গুলিসহ একটি লাইসেন্সকৃত পিস্তল উদ্ধার করা হয়েছে। রোববার রাত ৯টার দিকে নাটোর স্টেশনের বড়গাছা কারবালা মোড় এলাকা থেকে এসব গুলিসহ পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল লাইসেন্সকৃত একটি পিস্তল, ১১ রাউন্ড গুলিসহ দুইটি ম্যাগজিন। তবে উদ্ধার অস্ত্রগুলো ব্যবসায়ী আশফাকুল ইসলামের বলে জানায় পুলিশ।
পুলিশ সুপার মো. মারফাত হুসাইন রোববার রাতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়। রোববার রাতে শহরের স্টেশন এলাকায় আশফাকুল ইসলামের বাড়ির সামনে আবর্জনার মধ্যে থেকে একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই অস্ত্রের লাইসেন্সধারী মালিক আশফাকুল ইসলাম।
পুলিশ সুপার আরও জানান, লাইসেন্স পর্যালোচনায় আমরা জানতে পারি, এ অস্ত্রের সঙ্গে ৫০ রাউন্ড গুলি তার কাছে রয়েছে। এ অস্ত্র দিয়ে তিনি সন্ত্রাসী কায়দায় গত ৫ আগস্ট গুলি চালিয়েছেন। এতে অনেকে আহত হয়েছেন। উদ্ধার হওয়া ওই অস্ত্রটি হারিয়ে গেছে বলে গত ১৪ আগস্ট সদর থানায় একটি মেইল করে জানান আশফাকুল।
এ বিষয়ে সদর থানায় একটি জিডি করা হয়েছে। যেহেতু আরও ৩৯ রাউন্ড গুলি পাওয়া যায়নি, সেকারনে পরবর্তীতে মামলা করা হবে।
প্রসঙ্গত, ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। এ দিন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়। এদিন ব্যবসায়ী ও আওয়ামী লীগ কর্মী আশফাকুল ইসলামের কারবালা এলাকার বাড়িতেও হামলাসহ অগ্নিসংযোগ করা হয়।
আশফাকুলসহ তার পরিবারের সদস্যরা পালিয়ে গিয়ে প্রাণে বেঁচে যান। পরবর্তীতে বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া মামলায় আশফাকুলকে আসামি করা হয়। এরপর থেকে তিনি পলাতক আছেন।
প্রিয় নওগাঁ/এফএস
মন্তব্য করুন: