priyonaogaon@gmail.com মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর ২০২৪, ২৬শে ভাদ্র ১৪৩১
ব্রেকিং:
  • দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***, হাসিনার পতনের এক মাসে দেশে যেসব পরিবর্তন ঘটেছে***, কাঠগড়ায় দাঁড়িয়ে যা করলেন দুই সাবেক আইজিপি***

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

সারাদেশ ডেস্ক

প্রকাশিত:
১ সেপ্টেম্বার ২০২৪, ১২:০২

প্রতীকি ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। খবর সমকাল।

ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতি এলাকায় রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- খুলনার সামাদ আলী (৪০), তানিয়া আফরোজ (৩৫), গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মোতালেব শেখের ছেলে রইস শেখ (২৪)।

বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া ফায়ার স্টেশনের সহকারী কর্মকর্তা মো. রেজাউল মওলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। নিহতের সংখ্যা বাড়তে পারে।

ফরিদপুর জেলার ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহেল বাকি জানিয়েছেন, ইমাদ পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে পাশের খাদে পড়ে গেছে। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর