priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

দুর্নীতি-গুম তদন্তে সেনাবাহিনীতে আদালত

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
৩০ আগষ্ট ২০২৪, ১৫:০২

ফাইল ছবি

অভ্যন্তরীণ দুর্নীতি ও জোরপূর্বক অন্তর্ধানের ঘটনাগুলো খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত আদালত গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। খবর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন অনলাইন।

তবে এ আদালতের সদস্য করা বা তারা কোন বিষয়গুলো প্রাধান্য দিয়ে কার্যক্রম পরিচালনা করবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। 

এ বিষয়ে বাংলাদেশে সেনাবাহিনী বা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আনুষ্ঠানিকভাবে কিছু জানায় নি। 

এ তদন্ত আদালত শিগগির কাজ শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।

গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সরকার পতনের পর একে একে বেড়িয়ে আসে জোরপূর্বক অন্তর্ধান বা গুমের নানা তথ্য। 

বৃহস্পতিবার জোরপূর্বক গুম সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনে সই করেছে অন্তর্বর্তী সরকার। গুমের ঘটনা তদন্তে একটি কমিশনও গঠন করা হয়েছে। 

গুমের শিকার পরিবার ও মানবাধিকারকর্মীরা এসব গুমের ঘটনায় র‍্যাব ও গোয়েন্দা সংস্থা ডিজিএফআইকে অভিযুক্ত করে বিচার দাবি করে আসছে। 

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর