প্রকাশিত:
৩০ আগষ্ট ২০২৪, ১৩:৩৮
নাটোরের নলডাঙ্গায় এক কিশোরীকে (১৩) ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ সময় দোষ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ৫ অভিযুক্তকে খালাস দিয়েছেন বিচারক।
দণ্ডিতরা হলেন- নওগাঁ জেলার রানীনগর থানার হরিশপুর এলাকার মৃত জহের আলীর ছেলে আনোয়ার হোসেন বাবু (৩৫) এবং তদন্তে প্রাপ্ত আসামি নাটোরের নলডাঙ্গা উপজেলার ভূষনগাছা এলাকার ইব্রাহিম সাকিদারের ছেলে রইচ উদ্দীন (২৬)।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৬ মে রাতে ভিকটিমের শয়ন কক্ষে ঢুকে দণ্ডপ্রাপ্তরা কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করে। পরে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরের দিন ভিকটিমের পিতা আ. রশিদ বাদী হয়ে নলডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ৬ জনকে আটক করে আদালতে সোপর্দ করেন।
মামলার প্রকৃত আসামি পলাতক বাবু ২০১৯ সালে লালপুর থানার অন্য একটি মামলায় আটক হয়। এ সময় তার দেয়া জবানবন্দি অনুযায়ী নলডাঙ্গা উপজেলার ভূষনগাছা এলাকায় নিজ বাড়ি থেকে রইচ উদ্দীনকে আটক করা হয়।
প্রিয় নওগাঁ/এফএস
মন্তব্য করুন: