priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর পিছু হটল আনসাররা

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৪, ০৯:১৫

সংগৃহিত ছবি

রাজধানীর সচিবালয় এলাকায় চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। গতকাল রবিবার রাত ৯টার পর সংঘর্ষের এই ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে রাত সাড়ে ৯টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

সচিবালয়ে আন্দোলনরত আনসার সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ অনেককে আটকে রেখেছে এমন খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা।

তারা আন্দোলনকারী আনসার সদস্যদের ‘স্বৈরাচারের দালাল’ আখ্যা দিয়ে তাদের প্রতিহত করতে মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান। এ সময় দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে আনসাররা ছাত্রদের ওপর হামলা চালান। পরে ঢাবি ক্যাম্পাস থেকে আরও শিক্ষার্থী এসে ধাওয়া দিলে আনসাররা ছত্রভঙ্গ হয়ে সচিবালয় থেকে সরে যান। এরপর সচিবালয় থেকে অবরুদ্ধদের কয়েক ঘণ্টা পর উদ্ধার করা হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল নিয়ে একদল শিক্ষার্থী সচিবালয়ের সামনে এসে আনসারদের ধাওয়া দেন। তখন সচিবালয়ের সামনে থাকা শত শত আনসার সদস্য শিক্ষার্থীদের পাল্টা ধাওয়া দেন।

একপর্যায়ে শিক্ষার্থীরা পিছু হটে শিক্ষাভবন চত্বরের সামনে অবস্থান নেন। এ সময় আনসাররা বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটকে মারধর করেন। এর কিছুক্ষণের মধ্যে কয়েক হাজার শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে আবার আনসারদের ধাওয়া দেন। ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে আনসাররা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।

রাত সাড়ে ১০টার দিকে সেনাসদস্যরা ওই এলাকার নিয়ন্ত্রণে নেন। তার একটু পরেই সেখানে উপস্থিত হন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। এরপর সচিবালয়ের ভেতরে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বেরিয়ে আসেন। পর্যায়ক্রমে উপদেষ্টা নাহিদ ইসলামসহ সচিবালয়ের অবরুদ্ধ অন্য কর্মকর্তারাও বেরিয়ে আসেন।

সংঘর্ষ চলাকালে সেনাবাহিনীর একটি জিপ ও ডিপিডিসির দুটি গাড়ি ভাঙচুর করেন আনসার সদস্যরা।

ভাঙচুর হওয়া একটি গাড়ির চালক আবু বক্কর বলেন, ‘সকাল থেকেই আনসারদের কারণে আমার গাড়ি সরাতে পারছিলাম না। রাত সাড়ে ৯টার পরে তারা ভাঙচুর শুরু করেন। তখন আমার গাড়ি ভাঙেন। আমাকে গাড়ি থেকে বের করে বেধড়ক মারেন। গায়ের গেঞ্জি ছিঁড়ে গেছে। এই গাড়িটা ডিপিডিসির কর্মকর্তার।’

সচিবালয়ের সঙ্গেই ডিপিডিসির একটি ভবনের নিরাপত্তারক্ষী শামীম মিয়া বলেন, ‘আনসার আর ছাত্ররা যখন মুখোমুখি, তখন আনসাররা খুব ক্ষিপ্ত আচরণ করেন। চারপাশ উত্তপ্ত হয়ে উঠে। ছাত্ররা আসার পরে আনসাররা তাদের কয়েকজনকে পেটান।

একপর্যায়ে পুলিশ এসে কয়েকটা সাউন্ড গ্রেনেড মারে। তখন আনসার সদস্যরা ভয় পান। পালিয়ে যেতে থাকেন। এ সময় ছাত্ররা তাদের নিরাপদে বের হয়ে যাওয়ার ব্যবস্থা করেন এবং প্রেস ক্লাব গেট দিয়ে তাদের বের হয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন।’

এর আগে রাত সাড়ে ৮টার দিকে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম ফেসবুক পোস্টে তাদের আটকে রাখার বিষয়টি জানালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে জমা হতে থাকেন। পরে রাত ৯টায় তারা সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোতাসিম বিল্লাহ মাহফুজ এক ফেসবুক পোস্টে লেখেন, ‘উপদেষ্টা নাহিদ ভাইসহ হাসনাত ও সারজিস ভাইকে সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছেন বিপথগামী কিছু আনসার সদস্য ও ছাত্রলীগের প্রেতাত্মারা। আমরা সবাই মিলে সচিবালয়ে মার্চ করে তাদের মুক্ত করে নিয়ে আসব। সবাই যোগ দিন, এ বিষয়ে সবাইকে অবগত করুন, অতীব জরুরি।’

আনসার সদস্যদের দাবিদাওয়ার জন্য কমিটি গঠন 

এদিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অধীন সাধারণ আনসার সদস্যদের দাবিদাওয়ার বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার শাখা-২-এর উপসচিব এম আল আমীন স্বাক্ষরিত আদেশে এ কমিটি গঠন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অধীন সাধারণ আনসার (পুরুষ/মহিলা), অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডার (এপিসি) ও প্লাটুন কমান্ডার (পিসি) কর্র্তৃক উত্থাপিত দাবিদাওয়ার বিষয়ে পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষে নির্দেশক্রমে কমিটি গঠন করা হলো। কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে।

‘রেস্ট প্রথা’ বাতিলের সিদ্ধান্ত মানছেন না আনসাররা 

আনসারদের তিন বছর চাকরি করার পর ছয় মাস বিশ্রামে থাকার ‘রেস্ট প্রথা’ বাতিল হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল সচিবালয়ে আন্দোলনকারী আনসারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘আমরা তিন উপদেষ্টা এবং অন্যান্য সহকর্মী সবার সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, এখন থেকে আনসারে ‘রেস্ট প্রথা’ থাকবে না। কমিটি সবকিছু পর্যালোচনা করে আমাদের কাছে প্রতিবেদন পাঠাবে। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে আমরা একটি সিদ্ধান্ত নেব।’

তবে রেস্ট প্রথা বাতিলের সিদ্ধান্ত হলেও তাতে আশ্বস্ত না হয়ে বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন আনসার সদস্যরা। এ অবস্থায় অবরুদ্ধ হয়ে পড়েন সচিবালয়ের ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীরা, অফিস শেষের পর সন্ধ্যা পর্যন্ত বেশিরভাগই সেখান থেকে বের হতে পারেননি। এমন পরিস্থিতিতে রাত পৌনে ৮টার দিকে সচিবালয়ে পাঁচজন উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে বসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

আনসার বাহিনীর ১০ জন প্রতিনিধিও সেখানে যোগ দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, তথ্য, ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব, ক্রীড়া, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও সেখানে ছিলেন। ওই বৈঠক শেষ হওয়ার আগেই রাত পৌনে ১০টার দিকে সচিবালয়ের বাইরে সংঘর্ষ শুরু হয়।

সচিবালয়-যমুনার আশপাশে সভা-বিক্ষোভ নিষিদ্ধ

বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশে যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। গতকাল রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর