priyonaogaon@gmail.com শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

চলমান প্রকল্পে সাহায্য অব্যাহত থাকবে

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৪, ১৫:১৯

প্রতীকি ছবি

বর্তমান সরকার ও চলমান পকল্পে সব ধরণের সাহায্য অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।রোববার সকালে রাজধানীর শের-ই-বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ কথা বলেন। খবর যুগান্তর।

রাষ্ট্রদূত বলেন, চলমান প্রকল্প সম্পন্ন করা এবং ভবিষ্যত সহযোগিতা অব্যাহত রাখবে জাপান। তাদের চলমান অংশীদারিত্বে প্রকল্পসমূহ সম্পন্ন এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখারো আশ্বাস দিয়েছেন। 

জাপানের রাষ্ট্রদূত বলেন, আমি ইতোমধ্যে প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছি। এই অন্তবর্তীকালীন সময়েও আমরা প্রকল্পসমূহের কাজ অব্যাহত রেখেছি এবং যথাসময়ে বাংলাদেশ সরকারের নিকট বুঝিয়ে দিতে পারব বলে আশা করি।

উপদেষ্টা রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাপান সবসময়ই বাংলাদেশের ভালো বন্ধু এবং বৃহত্তম উন্নয়নের অংশীদার। তিনি কারিগরি শিক্ষার উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি শিক্ষা উন্নয়নে এবং বাংলাদেশিদের জাপানে পড়াশোনার জন্য বৃত্তি দেওয়া অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেন।
 

প্রিয় নওগাঁ/এফএস

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর