priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

চাঁপাইনবাবগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৪, ১৫:১৩

সংগৃহিত ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ফানু (৪৫) ও আব্দুর রাজ্জাক খুদু (৪৬) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ফানু শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে এবং খুদু একই এলাকার হেরাস আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সিমেন্ট বোঝাই একটি ট্রাক শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর বাজারের একটি দোকানে কিছু সিমেন্ট নামানোর পর, আরেক দোকানে যাচ্ছিল। এ সময় সোনাপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের ওপরে থাকা ওই দুই শ্রমিকের মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর