priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

স্পিডবোট সংকটে পৌঁছানো যাচ্ছে না ত্রাণ

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৪, ১১:৩৩

ফাইল ছবি

স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী জেলা। কোথাও বুক সমান পানি কোথাও নেই ঠাই কোথাও আবার শুধু বাড়ির চাল পানির উপরে আছে। এমন বিপর্যয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ। বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ নিয়েছে যাচ্ছেন অনেকে। তবে সবচেয়ে বড় সংকট হয়েছে দাঁড়িয়েছে যাতায়াত ব্যবস্থা। খবর দেশ রূপান্তর।

মাঠ পর্যায়ে কাজ করা একাধিক স্বেচ্ছাসেবকের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশিরভাগ অঞ্চলেই সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যোগাযোগের একমাত্র উপায় এখন নৌপথ। তবে প্রচণ্ড স্রোত থাকায় সাধারণ নৌকা সেখানে অকার্যকর হয়ে পড়েছে। ইঞ্জিনচালিত নৌকা বা স্পিডবোট যেগুলো স্রোতের বিপরীতে চলতে সক্ষম শুধু সেগুলো দিয়েই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানো যাচ্ছে। তবে তাতেও রয়েছে নানা চ্যালেঞ্জ।

ফেনীতে মাঠ পর্যায়ে কাজ করেছেন সাংবাদিক ফারাবি হাফিজ। গতকাল রেকর্ড করা একটি ভিডিও বার্তায় তিনি বলেন, আসলে মাঠে যে কত চ্যালেঞ্জ তা দূর থেকে বোঝা যাবে না। এখানে বাস্তবতা পুরাটাই আলাদা। 

আরও পড়ুন: বন্যায় বৃহত্তর কুমিল্লায় ১৫ জনের মৃত্যু

তিনি বলেন, এখানে অনেক মানুষ আসছে কিন্তু তাঁরা যেনে বুঝে আসে নাই যে এখনে কী হচ্ছে। অনেকে ত্রাণ নিয়ে আসছে, কিন্তু এই ত্রাণ কীভাবে পৌঁছে দিবে সেটা জানে না। এখানে বোট ছাড়া অন্য কিছু কাজে আসতেছে না। এখানে খাবার পানির প্রচুর সংকট, পানি নিয়ে আসেন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আনেন তবে আপনার বোট লাগবে এগুলো পৌঁছে দিতে। 

তিনি আরও বলেন, এখানে নেটওয়ার্ক নেই। উদ্ধারকাজে পাঠানো আমাদের দুইটা বোট কোথায় আটকে গেছে জানিনা। এখানে অনেক বোটের তলা ফেটে গেছে। অনেক উদ্ধারকারী আহত হচ্ছে বলেও জানান তিনি। 

ব্যক্তি উদ্যোগে ত্রাণ নিয়ে ফেনীর দাগনভূঞা উপজেলার ইরাপুর গ্রামে গেছেন ব্যবসায়ী মাহবুব ইসলাম। তিনি দেশ রূপান্তরকে বলেন, এখানে কোনো নৌকা নেই। ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য আমরা পানির মধ্যেই পায়ে হেঁটে যাচ্ছি। 

মানুষের এমন বিপদেও অনেকে লোক দেখানো ত্রাণকার্য পরিচালনা করছেন বলে অভিযোগ করেন এক স্বেচ্ছাসেবক। উদ্ধার ও ত্রাণকাজে নিয়োজিত ওই স্বেচ্ছাসেবক বলেন, ভাই এখানে মানুষ না খেয়ে মরতেছে আর অনেকে শোঅফ করতেছে। প্লিজ, আপনারা মানুষকে সাহায্য করেন। 

সংশ্লিষ্টরা বলছেন, ফেনীর এই অঞ্চলের মানুষ বন্যার সঙ্গে পরিচিত নয়। জেলার নদীর পাশের অল্প কিছু বাসিন্দার নৌকা রয়েছে। ফলে উদ্ধারকাজে নৌকার সংকট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর