priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

আলোচনার মাধ্যমে তফসিল পেছানোর সুযোগ আছে

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
২২ নভেম্বার ২০২৩, ১৯:১৪

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, শোনা যাচ্ছে বিএনপি নির্বাচনে আসতে চাচ্ছে। এখন যদি তারা পর্দার অন্তরালে আলাপ-আলোচনা করে তাহলে তফসিল পেছানোর সুযোগ আছে। খবর ইত্তেফাক।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার তিন জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন। মতবিনিময় সভাটি কুমিল্লা সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়েছে।

ইসি আনিছুর রহমান বলেন, ‘নির্বাচনে কে আসলো কে আসলো না, এটা আমাদের বিষয় নয়। কাউকে নির্বাচনে আনাও আমাদের দায়িত্ব নয়। আমাদের নিবন্ধিত ৪২টি দল আছে। তাদের আমরা চিঠি দিয়েছি।

আমরা বিভিন্ন মাধ্যমে শুনছি, তারা (বিএনপি) নির্বাচনে আসতে চাচ্ছে। যদি তারা পর্দার অন্তরালে আলাপ-আলোচনা করে বা জোটবদ্ধ হয় তাহলে বিষয়টি (তফসিল) পেছানোর সুযোগ আছে।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের এক নির্বাচন কমিশনারও বলেছেন, বড় রাজনৈতিক দলটি (বিএনপি) নির্বাচনে এলে তফসিল পেছানো নিয়ে সংবিধানে সুযোগ আছে।’

‘‌নির্বাচন বাংলাদেশে সবসময়ই উৎসব মুখর’ বলে মন্তব্য করে ইসি আনিছুর রহমান, ‘আমরা আগে থেকে আহ্বান করে যাচ্ছি, নির্বাচনে সবাই আসুক। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘সংবিধান অনুযায়ী ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন না হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। নির্বাচনের পরিবেশ এখনো ভালো। এখন পর্যন্ত কোনো অস্বাভাবিকতা আমরা দেখতে পাইনি।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মুশফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শাহগীর আলম, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন ও চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় জেলার ও জেলার বাইরের নির্বাচন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর