প্রকাশিত:
২২ নভেম্বার ২০২৩, ১৯:০৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ষষ্ঠ দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি-জামায়াত ও সমমনা কয়েকটি রাজনৈতিক দল। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র্যাব ফোর্সের ১৪৮টি দলসহ সারাদেশে ৪৩২টি টহল দল মোতায়েন করা হয়েছে। খবর ইত্তেফাক।
বুধবার (২২ নভেম্বর) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।
আ ন ম ইমরান খান বলেন, ‘যাত্রী ও পণ্য পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র্যাব টহলের মাধ্যমে এস্কর্ট দিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে।’
এদিকে গত ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ২৪ দিনে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর হরতাল-অবরোধ ও সমাবেশকে কেন্দ্র করে সারাদেশে ১৯৭টি গাড়ি ও স্থাপনায় আগুন দেওয়ার তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ সময় গড়ে প্রতিদিন প্রায় সাতটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
আগুন দেওয়ার ঘটনা নিয়ে ঢাকা সিটি করপোরেশনের (ঢাদসিক) বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা দক্ষিণ সিটি এলাকায় সবচেয়ে বেশি আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঢাকা দক্ষিণে ৬০টি ও উত্তরে ৩৫টি আগুনের ঘটনা ঘটেছে।
প্রিয় নওগাঁ/এফএস
মন্তব্য করুন: