priyonaogaon@gmail.com সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নানি-নাতনি নিহত

সিরাজগঞ্জ

প্রকাশিত:
২০ নভেম্বার ২০২৩, ২২:৫৪

সংগৃহিত ছবি

সিরাজগঞ্জের সলঙ্গায় ব্যাটারিচালিত অটোরিকশা ও প্রাইভেট কারের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তারা হলো উল্লাপাড়া উপজেলা সদরের বর্জাপুর গ্রামের সামিরুন খাতুন (৩৫) এবং তার নাতনি শিশু রোকেয়া (৫)। দুর্ঘটনায় আরো দুজন আহত হয়েছে।

আজ সোমবার বিকেলে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের নাইমুড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, নাটোরগামী একটি প্রাইভেট কার ও সলঙ্গাগামী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চারজন গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় দুজনের মৃত্যু হয়েছে। বাকি দুজন চিকিৎসাধীন।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর