প্রকাশিত:
২০ নভেম্বার ২০২৩, ১৯:৪০
নাটোরে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় সাথী বেগম (৩০) নামের ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। আজ সোমবার সকালে নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর পাবন পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাথী বেগম রাজশাহীর পুঠিয়া উপজেলার ফকিরপাড়া এলাকার হিমেলের স্ত্রী ও নাটোরের কৃষোয়ান এ্যাগ্রো ফুড কোম্পানির একজন শ্রমিক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাথী বেগম সোমবার সকালে নাটোরের চাঁনপুর এলাকায় কোম্পানির ডিউটি পালন শেষে ভ্যানে করে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে চাঁদপুর পাবন পাড়া এলাকায় পৌঁছালে মাটিবাহী একটি ট্রাক্টর ওই ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে ভ্যানের যাত্রী সাথী বেগমসহ চার যাত্রী আহত হন। গুরুতর আহত সাথী বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদের পুঠিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মোফাক্কারুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রিয় নওগাঁ/এফএস
মন্তব্য করুন: