প্রকাশিত:
২০ নভেম্বার ২০২৩, ১৯:৩৭
পাবনায় ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে যাত্রীর ছুরিকাঘাতে জুবায়ের রহমান (২৫)নামের এক বাস হেলপার নিহত হয়েছেন। সোমবার মধ্য রাতে পাবনা-নরসিংদী রুটের মাছরাঙ্গা পরিবহনের সুপারভাইজার ও যাত্রীদের সঙ্গে এ ঘটনা ঘটে।
নিহত জুবায়ের রহমান পাবনা সদর উপজেলার গাছপাড়া খাঁ পাড়া এলাকার জাহিদুর রহমান ছেলে।
এই ঘটনায় অভিযুক্ত যাত্রী মারুফ হোসেন সুমনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। তিনি সদর উপজেলা আরিফপুর এলাকার জিয়াউর রহমানের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঢাকার গাবতলী থেকে মারুফ হোসেন সুমন নামের এক যাত্রীর বাসে উঠেন। পরে বাসযাত্রী সুমনের সঙ্গে ভাড়া নিয়ে সুপারভাইজার ও হেলপারের কথা কাটাকাটি হয়। এর জের ধরে তিনি মোবাইল ফোনে আত্মীয় স্বজনকে খবর দেন।
রাত ২টার দিকে বাসটি পাবনায় এসে থামলে সুমন ও তার লোকজন গাড়ির ডাইভার ও সুপারভাইজারকে মারধর শুরু করে। এর এক পর্যায়ে তারা হেলপার জুবায়েরকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, ঘটনায় জড়িত একজন হয়েছেন। এখনও মামলা হয়নি।
প্রিয় নওগাঁ/এফএস
মন্তব্য করুন: