priyonaogaon@gmail.com বুধবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৫, ৩০শে মাঘ ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

বিএনপি নির্বাচনে এলে আইন দেখে সিদ্ধান্ত

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
২০ নভেম্বার ২০২৩, ১৮:৫৬

ফাইল ছবি

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘বিএনপি যদি নির্বাচনে আসতে চায় তাহলে অবশ্যই তাদের সুযোগ রয়েছে। আমার জানামতে আগেও ওনারা একটু পরেই এসেছিলেন এবং সুযোগ পেয়েছিলেন। অংশ নিতে চাইলে কীভাবে কী করা যাবে, নিশ্চয় আমরা আলোচনা করবো। আইন-কানুন দেখবো, এরপর যে সিদ্ধান্ত হয়। খবর কালেরকণ্ঠ।

’সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রাশেদা সুলতানা। তিনি বলেন, ‘ওনারা (বিএনপি) আসতে চাইলে অবশ্যই আমরা ওয়েলকাম করব। ওনারা আসতে চেয়েছেন, আমরা ফিরায়ে দেব, এটা হবে না।’ 

রাশেদা সুলতানা বলেন, ‘তারা যদি এই তফিসলের মধ্যেই আসে, তাহলে তো তফসিলে হাত দেওয়ার দরকার নেই।এ  ছাড়া, যদি বাড়ানোর (সময়) প্রয়োজন হয়, আমরা বাড়াবো।’

জাতীয় পার্টি (জাপা) তফসিল পেছানোর জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে রাশেদা সুলতানা বলেন, ‘এই বিষয়টাতে আমরা কিছুই বলব না। অগ্রীম বলার সময় এখনো আসেনি। যখন আসবে, যেটা হবে সেটাই বলব।’

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে রাশেদা সুলতানা বলেন, ‘আমাদের প্রতি আস্থা রাখেন। আসেন, নির্বাচন করেন। নিঃসন্দেহে আপনারা একটা ভালো সুষ্ঠু, সুন্দর, নির্বাচন করার সুযোগ পাবেন। ভোটাররা এসে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তাদের যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করবেন। নিশ্চয় আমরা লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করব।’

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর