প্রকাশিত:
২০ নভেম্বার ২০২৩, ০৮:৫০
বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা শাহ মেহেদী হাসান হিমুর অফিসে দুই দফায় হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত শহরের হাকির মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
শাহ মেহেদী হাসান হিমু বগুড়া জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র রামদা ও লাঠিসোঁটা নিয়ে কাউন্সিলর হিমুর বাড়ির সঙ্গে লাগোয়া অফিসে আসে। এই সময় কাউন্সিলরের কার্যালয়ে কেউ ছিলেন না।
অফিস বন্ধ থাকায় শাটারে তারা রামদা দিয়ে কোপাতে থাকে। সামনে থাকা বেসিন, ফুলের টব ও উপরের সাইনবোর্ডও তারা ভাঙচুর করে। পরে রাত ১১টার দিকে দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায়।
খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ চলে যাওয়ার আধা ঘণ্টা পর দুর্বৃত্তরা আরেক দফা হামলা চালায়। তারা ভাঙচুর করে ১২টার দিকে চলে যায়।
এ বিষয়ে কাউন্সিলর শাহ মেহেদী হাসান হিমু বলেন, এখন আন্দোলন চলছে। তাই রাগ ক্ষোভ থেকেই হামলা চালানো হয়েছে।
হামলার বিষয় নিশ্চিত করেন বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ। তিনি বলেন, ঘটনাস্থলে এখন পুলিশ মোতায়েন আছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রিয় নওগাঁ/এফএস
মন্তব্য করুন: