priyonaogaon@gmail.com রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩, ১৯শে অগ্রহায়ণ ১৪৩০

নিখোঁজ শ্রমিকের মরদেহ মিলল যমুনায়

সিরাজগঞ্জ

প্রকাশিত:
২০ নভেম্বার ২০২৩, ০৬:৩২

ফাইল ছবি

নিখোঁজের চার দিন পর সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ শ্রমিক আকুব্বরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার জোতপাড়া এলাকায় যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় পুলিশ আকুব্বরের মরদেহটি উদ্ধার করে। 

এর আগে গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে বেড়িবাঁধের কাজ করার সময় দুই নৌকার সংঘর্ষে শ্রমিক আকুব্বর নদীতে পড়ে নিখোঁজ হন। 

নিহত আকুব্বর কুষ্টিয়ার খোকশা উপজেলার কোমরভোগ ইউনিয়নের মৃত কাছেদ আলীর ছেলে। 

চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল ইসলাম বলেন, এলাকাবাসী খবর দেওয়ার পর নদীতে ভেসে ওঠা নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।  

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর