প্রকাশিত:
১৯ নভেম্বার ২০২৩, ১০:৩৯
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের মধ্যে বাসসহ সব ধরনের যান চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন ও মালিক সমিতি। দেশব্যাপী আজ রবিবার ভোর ৬টা থেকে শুরু হবে এ হরতাল।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর কালেরকণ্ঠ।
সামদানী খন্দকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি-জামায়াতের ডাকা আগামীকাল (আজ) থেকে টানা ৪৮ ঘণ্টার হরতালে ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে।
সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি/কম্পানিভুক্ত মালিকদের অনুরোধ জানানো হলো।
অবরোধের দিনগুলোতে গাড়ি চলাচল যাতে বাধাগ্রস্ত না হয় সে জন্য রাজধানী ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হয়েছে সমিতির বিবৃতিতে।
মালিক সমিতি দাবি করেছে, সমাবেশ, হরতাল ও অবরোধ কর্মসূচির নামে বিএনপি-জামায়াতের দলীয় সন্ত্রাসীরা ঢাকাসহ সারা দেশে ১২০টি গাড়িতে অগ্নিসংযোগ করেছে। এ সময় ২২৫টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
প্রিয় নওগাঁ/এফএস
মন্তব্য করুন: