priyonaogaon@gmail.com বুধবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৫, ৩০শে মাঘ ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

নাটোরে থেমে থাকা বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, নাটোর

প্রকাশিত:
১৯ নভেম্বার ২০২৩, ১০:০০

সংগৃহিত ছবি

নাটোরে থেমে থাকা অবস্থায় আগুন দিয়ে পোড়ানো হয়েছে মুক্তিসেনা নামে একটি বাস। শনিবার দিনগত রাত ৩টা ১০ মিনিটে শহরের ভবানীগঞ্জ এলাকায় বাসটিতে অগ্নিসংযোগ করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৩টা ১০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত কয়েকটি মোটরসাইকেলে করে এসে মুক্তিসেনা নামে দাঁড়িয়ে থাকা ওই বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এসময় আশপাশের লোকজন আগুন জ্বলতে দেখে পুলিশ ও ফায়ার স্টেশনে খবর দেয়। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মুক্তিসেনা বাসের চালক মো. প্রিন্স বলেন, ‘বাসটির মালিক বীর মুক্তিযোদ্ধা এনায়েত রাব্বি। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। মুক্তিসেনা নামের ওই বাসটি শনিবার রাত সাড়ে ৭টার দিকে ভবানীগঞ্জ এলাকায় সোনারতরী হোটেলের সামনে গ্যারেজ করে বাড়ি চলে যাই। ভোরে খবর পেয়ে এসে দেখি গাড়িটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।’

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। দুর্বৃত্তদের শনাক্ত করাসহ তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।’

এদিকে বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল নাটোরে শুরু হয়েছে ঢিলেঢালাভাবে। রোববার সকাল থেকে হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার কোনো বাস নাটোর ছেড়ে যায়নি।

রাতে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রিবাহী বাস যথাসময়ে নাটোরে আসে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিজিবি, র‍্যাব ও পুলিশের টহলসহ জেলার গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর