প্রকাশিত:
১৯ নভেম্বার ২০২৩, ০৯:৪০
জয়পুরহাট সদর উপজেলার পাকারমাথা-বটতলী বাইপাস সড়কের বিনশিরায় একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আট-দশ জনের একদল দুর্বৃত্ত পিকআপটি থামিয়ে তাতে পেট্রোল ঢেলে আগুন ধরে দিয়ে পালিয়ে যায়।
জয়পুরহাট ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পিকআপচালক ফরিদ হোসেন সাংবাদিকদের জানান, তিনি মাছ ব্যবসায়ীদের নামিয়ে দিয়ে নওগাঁ জেলার ধামুইরহাটে ফিরছিলেন। পথে ৮-১০ জন যুবক পিকআপ থামিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। হরতালকারীরা এ ঘটনা ঘটিয়েছে। পিকআপটি রাতে থানা চত্বরে নেওয়া হয়।
প্রিয় নওগাঁ/এফএস
মন্তব্য করুন: