priyonaogaon@gmail.com শুক্রবার, ১৮ই এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

নাটোরে চুরি করা মোবাইলসহ ২ যুবক গ্রেপ্তার

নাটোর

প্রকাশিত:
১৫ অক্টোবার ২০২৩, ১৭:১০

সংগৃহিত ছবি

নাটোরের সিংড়ায় সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের প্রধান মো. হৃদয় খাঁসহ (২৪) দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (১৪ অক্টোবর) দিনগত রাতে সিংড়া উপজেলার খাগড়বাড়িয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (১৫ অক্টোবর) সকালে নাটোর র‌্যাব ক্যাম্প থেকে কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার খাগড়বাড়িয়া এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. হৃদয় খাঁ (২৪) এবং একই এলাকার মৃত তারা খাঁর ছেলে মো. রানা (২২)।

নাটোর র‌্যাব-৫ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাতে নাটোরের সিংড়া উপজেলায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

এসময় চোর চক্রের মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চারটি মোবাইল, একটি সিম কার্ড ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, জব্দ করা মোবাইল ফোন নাটোরের বিভিন্ন এলাকার অজ্ঞাত চোর চক্রের সদস্যদের সহায়তায় চুরি করেছিল। 

এসব মোবাইল বিক্রির উদ্দেশ্যে তারা নিজের কাছে রেখেছেন। এ ঘটনায় সিংড়া থানায় একটি মামলা করা হয়েছে।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর