প্রকাশিত:
১৫ অক্টোবার ২০২৩, ১৭:০৬
দুই জেলার বাস চালক ও শ্রমিকদের দ্বন্দ্বে নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল চার ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। রোববার (১৫ অক্টোবর) সকাল ৭টা থেকে দুই জেলার মালিকানাধীন বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে বেলা ১১টারে দিকে তা স্বাভাবিক হয়।
এদিকে এ রুটে চলা অন্য জেলার মালিকদের বাস চলাচল করলেও সকাল থেকে উল্লেখযোগ্য সংখ্যক বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
পরিবহন মালিক ও শ্রমিকরা জানায়, বেশ কিছুদিন আগে নাটোর জেলার মালিকানাধীন রাজকীয় নামের একটি বাসের ধাক্কায় রাজশাহীর জেলার মালিকানাধীন দ্বীপ পরিবহনের একটি বাসের লুকিং গ্লাস ভেঙে যায়।
এ ঘটনায় রাজকীয় পরিবহনকে জরিমানা করা হলে সেই টাকা পরিশোধে বিলম্ব করেন তারা। এ ঘটনায় তিনদিন আগে রাজশাহীতে রাজকীয় পরিবহনের স্টাফদের মারধর করে দ্বীপ পরিবহনের স্টাফরা। এরই জেরে গতকাল রাতে নাটোরে দ্বীপ পরিবহনের স্টাফদের মারধর করে রাজকীয় পরিবহনের স্টাফরা।
এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তার আশঙ্কায় এই রুটে রবিবার সকাল থেকে দুই জেলার মালিকানাধীন বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিকরা।
রাজশাহীর মালিকানাধীন দিপ বাসের চালক হাবিব বলেন, ‘আমার গাড়ির লুকিং গ্লাস ভেঙে দেয় রাজকীয় গাড়ি। কথা ছিল লুকিং গ্লাস কিনে দিবে, নয়তো ঠিক করে দিবে।
বেশ কিছুদিন চলে গেলেও তারা লুকিং গ্লাস ঠিক করে না দেয়ায় আমি তাদের সঙ্গে কথা বলি। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল শনিবার রাতে নাটোরে গাড়ি নিয়ে গেলে সেখানে আমাকে মারধর করা হয়। আমার গায়ের গেঞ্জিও ছিঁড়ে দিয়েছে।’
লতিফ ট্রাভেলসের চালক রফিকুল বলেন, ‘নাটোর কাউন্টারগুলোতে সেখানকার লোকজন পরিবহন শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করে। রাজশাহী থেকে গাড়ি গেলে গাড়ির নির্ধারিত সময় বেঁধে দেয়। তাদের নির্ধারিত সময় গাড়ি না পৌঁছালে বা কাউন্টার থেকে গাড়ি না ছাড়লে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে।’
মোহাম্মদ গাড়ির সুপারভাইজার সুমন বলেন, অন্যান্য রুটের মালিকানাধীন গাড়িগুলো চলছে। শুধুমাত্র নাটোরের মালিকানাধীন এবং রাজশাহীর মালিকানাধীন গাড়িগুলো এই রুটে চলাচল বন্ধ ছিল। শ্রমিকরা নিজেদের নিরাপত্তার স্বার্থে গাড়ি চালাচল বন্ধ রাখা হয়।
রাজশাহী জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম জনি বলেন, নাটোর রুটে মাঝে মাঝেই সংঘর্ষ হয়। এদেরকে নিয়ে বেশি বিচারে বসতে হয়। এক সপ্তাহ হয়নি এর আগেও এরকম একটি ঘটনা ঘটিয়েছিল তারা।
রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বাসের ড্রাইভারকে মারধরের ঘটনায় কিছুটা ঝামেলা তৈরি হয়েছিল। সকাল থেকে কিছু কিছু বাস চলাচল বন্ধ ছিল তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আলোচনার মাধ্যমে তার সমাধান করা হবে।
প্রিয় নওগাঁ/এফএস
মন্তব্য করুন: