প্রকাশিত:
১৫ অক্টোবার ২০২৩, ১৬:৪২
সিরাজগঞ্জের তাড়াশে পিকনিকের নৌকা থেকে চলনবিলের পানিতে পড়ে নিখোঁজের ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত স্কুলছাত্র মুহিম হোসেন (১৪) পাবনার চাটমোহর উপজেলার গুরনগর গ্রামের মহরম আলীর ছেলে। সে স্থানীয় স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
আজ রোববার সকালে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে জেলেদের জালে তার মরদেহ আটকা পড়লে স্থানীয়রা উদ্ধার করেন।
এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর এলাকায় চলনবিলের আত্রাই নদীতে পড়ে মুহিম নিখোঁজ হয়।
তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, গতকাল শনিবার পাবনার চাটমোহর উপজেলার একটি বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক পিকনিকে চলনবিলে নৌকা ভ্রমণের আয়োজন করা হয়।
নৌকাটি সারা দিন চলনবিলের বিভিন্ন এলাকা ঘুরে বেড়ায়। সন্ধ্যায় ফেরার পথে তাড়াশের নাদোসৈয়দপুর এলাকায় নৌকা থেকে পানিতে পড়ে গিয়ে শিক্ষার্থী মুহিম নিখোঁজ হয়।
ওসি আরো বলেন, নৌকাটি নদীতীরে রেখে স্থানীয়দের সহায়তায় রাতভর মুহিমকে খোঁজাখুঁজি করেন তারা।
আজ সকালে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কাছিকাটা নামক এলাকায় জেলেদের মাছ ধরার জালে আটকা পড়ে শিশুটির মরদেহ উদ্ধার হয়। নিহতের মরদেহ স্বজনরা নিয়ে গেছে।
প্রিয় নওগাঁ/এফএস
মন্তব্য করুন: