প্রকাশিত:
১৫ অক্টোবার ২০২৩, ১৬:৪১
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়ে এক কোটি ১০ লাখ টাকা মূল্যের ১ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। শনিবার বিকেলে উপজেলার হাবাসপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোদাগাড়ী উপজেলার হাবাসপুর গ্রামের তাহাসান আলী (২৭) এবং একই উপজেলার দাঁত ঝিকরা গ্রামের মামুনার রশিদ ফিটু (৪৩)।
জানা গেছে, গ্রেপ্তকার ফিটুর বিরুদ্ধে পাবনা সদর ও আরএমপি বোয়ালিয়া মডেল থানাতে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এছাড়া বগুড়া আদমদীঘি তিনি থানাতে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার এজাহারভুক্ত আসামি।
আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।
রফিকুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকেল ৫টার দিকে এসআই মাহবুব আলমের নেতৃত্বে গোদাগাড়ী উপজেলার হাবাসপুর গ্রামে অভিযান চালায় জেলা ডিবি পুলিশ।
অভিযানে ১ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ তাহাসান আলী ও মামুনার রশিদ ফিটুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। জব্দ হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা।
গ্রেপ্তাররা দীর্ঘদিন যাবত মাদক কারবারের সঙ্গে জড়িত বলে ডিবি পুলিশের কাছে স্বীকার করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন।
প্রিয় নওগাঁ/এফএস
মন্তব্য করুন: