priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত:
২৮ সেপ্টেম্বার ২০২৩, ২২:৪৩

সংগৃহিত

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মো. পলাশ আলি (২৫) নামের এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বুধবার (২৭ সেপ্টেম্বর ) দুপুরে অতিরিক্ত দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ গ্রামের আব্দুর রশিদের ছেলে।

একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় সদর উপজলার বাখর আলী গ্রামের ইউসুফ আলীর ছেলে সাদিকুল ইসলামকে (৪৫) খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রবিউল ইসলাম বলেন, ২০১৬ সালের ২৯ নভেম্বর উপজেলার বাসুপুর গ্রামে ১৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হন পলাশ। এ সময় দৌড়ে পালিয়ে গেছিলেন সাদিকুল ইসলাম। য় ওইদিন শিবগঞ্জ থানায় মামলা করেন শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক গোতম চদ্র মালি।

মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম ২০১৭ সালর ১২ জানুয়ারি আদালত অভিযোগপত্র জমা দেন। পরে দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় দেন।


প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর