priyonaogaon@gmail.com বুধবার, ৯ই অক্টোবর ২০২৪, ২৪শে আশ্বিন ১৪৩১
ব্রেকিং:
  • দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***, হাসিনার পতনের এক মাসে দেশে যেসব পরিবর্তন ঘটেছে***, কাঠগড়ায় দাঁড়িয়ে যা করলেন দুই সাবেক আইজিপি***

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

জয়পুরহাট

প্রকাশিত:
১০ অক্টোবার ২০২৩, ২০:৪৬

প্রতিকী ছবি

জয়পুরহাটের পাঁচবিবিতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৯ অক্টোবর) মধ্যরাতে পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বৃদ্ধার নাম মমেছা বেগম। তিনি বাগজানা মাস্টারপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিনের স্ত্রী।

বাগজানা ইউনিয়ন পরিষদের সদস্য আরিফ হোসাইন জানান, মমেছা বেগম দীর্ঘদিন ধরে মনসিক সমস্যায় ভুগছিলেন।

রাতের কোনো একসময় সবার অজান্তে বাড়ির বাইরে বের হয়ে ট্রেনে কাটা পড়ে মারা যান। ভোরে তার লাশ পাওয়া যায়।

সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন, দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধা মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর