priyonaogaon@gmail.com বুধবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৫, ৩০শে মাঘ ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

বগুড়ায় অস্ত্রের মুখে ধর্ষণ, অন্তঃসত্ত্বা নারী

বগুড়া

প্রকাশিত:
১০ অক্টোবার ২০২৩, ২০:৪১

প্রতিকী ছবি

বগুড়ার ধুনটে অস্ত্রের মুখে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার ফরহাদ হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার মামলা করা হয়। ফরহাদ হোসেন শৈলমারী গ্রামের বাসিন্দা।  

মামলা থেকে জানা যায়, প্রতিবন্ধী ওই নারী ৩ বছরের ছেলেকে নিয়ে ভাইয়ের বাড়িতে বসবাস করছিলেন। প্রতিবেশী ফরহাদ হোসেন প্রায়ই তাঁকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। 

গত ১৩ এপ্রিল রাতে ওই নারী প্রয়োজনে বাড়ির অদূরে বাঁশঝাড়ে গেলে ফরহাদ ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকে ধর্ষণ করে। ঘটনা কাউকে জানালে তাঁকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। 

পরে পরিবারের সদস্যরা শারীরিক অবস্থার পরিবর্তন দেখে প্রতিবন্ধী নারীকে ১৭ সেপ্টেম্বর হাসপাতালে নিয়ে যান। পরীক্ষার পর জানা যায়, তিনি অন্তঃসত্ত্বা। 

এলাকায় আপস-মীমাংসা না হওয়ায় সোমবার ওই নারীর ভাই বাদী হয়ে ফরহাদ হোসেনের বিরুদ্ধে ধুনট থানায় অভিযোগ দেন। পুলিশ রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে। 

ধুনট থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ফরহাদ হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। 

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর